Saturday, October 28, 2017

মুখ দেখেই খুলবে উইন্ডোজ

ল্যাপটপ বা কম্পিউটারের পাসওয়ার্ড আমরা অনেক সময় ভুলে যাই। আর এ সমস্যার সমাধান পেতে উইন্ডোজ-১০ নিয়ে এলো উইন্ডোজ হ্যালো। সি-নেটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, উইন্ডোজ হ্যালোর মাধ্যমে আপনি আপনার মুখম-ল অথবা আঙুল দিয়ে খুলে ফেলতে পারবেন আপনার ল্যাপটপের লক।
উইন্ডোজ হ্যালো মুখম-ল বা আঙুলের ছাপ শনাক্ত করতে পারবে মাত্র ২ সেকেন্ডে। উইন্ডোজ-১০ এর এ সুবিধা পেতে হলে আপনার ল্যাপটপে অবশ্যই ইনফ্রারেড (আইআর) ক্যামেরা যুক্ত থাকতে হবে। বর্তমান ল্যাপটপ ডেল, লেনেভো, আসুসে এ সুবিধা যুক্ত করে দেয়া হয়েছে। আর যদি আপনার নতুন ল্যাপটপ কেনার সামর্থ্য না থাকে, তাহলে আপনি অতিরিক্ত একটি ওয়েবক্যাম কিনে নিতে পারেন, যার মাধ্যমে আপনি এ সুবিধা পেতে পারেন। আর আপনার ল্যাপটপের যদি ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকে, তাহলে আপনি আঙুলের ছাপের মাধ্যমেও লক-আনলক করতে পারবেন। কোনো কারণে যদি আপনার মুখ বা আঙুলের ছাপের মাধ্যমে লক খুলতে সমস্যা হয়, তাহলে পাসওয়ার্ড দিয়ে লক খুলে নিতে পারবেন।

No comments:

Post a Comment

How to earn money at Freelancer. com

HOW TO EARN MONEY AT FREELANCER.COM Freelancer.com is a marketplace of ideas, skills, and talents where anyone can work on what t...