Saturday, October 28, 2017

কেন সেরা- আবার দেখালেন মেসি

কাতালান যদি স্বাধীন হয়, তবে বার্সেলোনা হয়ে যাবে মেসির অধীন। কেন? শুক্রবার ওই অঞ্চলটি স্পেন থেকে স্বাধীনতা ঘোষণা করল, আর শনিবার আর্জেন্টাইন স্ট্রাইকার প্রমাণ করলেন, তিনি কেন সবার থেকে আলাদা, সবার সেরা। সারা মাঠে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে দলকে তিনি জেতালেন। ফলে তার অধীনে থাকতে বার্সেলোনাও আপত্তি করবে না।

mianmar muslim


চালের মূল্য আরো বৃদ্ধির শঙ্কা

বন্যায় বোরো ফসলের পর এবার অকাল বৃষ্টিতে সারাদেশে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। নিম্ন চাপের প্রভাবে হঠাৎ বৃষ্টি ও ঝড়ো হাওয়ার ফলে ৪৮ জেলার ২ লক্ষাধিক হেক্টর জমির ধান নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে শতকরা প্রায় ১৫ ভাগ সম্পূর্ণ ও ৩০ থেকে ৩৫ ভাগ আংশিক...

মুখ দেখেই খুলবে উইন্ডোজ

ল্যাপটপ বা কম্পিউটারের পাসওয়ার্ড আমরা অনেক সময় ভুলে যাই। আর এ সমস্যার সমাধান পেতে উইন্ডোজ-১০ নিয়ে এলো উইন্ডোজ হ্যালো। সি-নেটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, উইন্ডোজ হ্যালোর মাধ্যমে আপনি আপনার মুখম-ল অথবা আঙুল দিয়ে খুলে ফেলতে পারবেন আপনার ল্যাপটপের লক।
উইন্ডোজ হ্যালো মুখম-ল বা আঙুলের ছাপ শনাক্ত করতে পারবে মাত্র ২ সেকেন্ডে। উইন্ডোজ-১০ এর এ সুবিধা পেতে হলে আপনার ল্যাপটপে অবশ্যই ইনফ্রারেড (আইআর) ক্যামেরা যুক্ত থাকতে হবে। বর্তমান ল্যাপটপ ডেল, লেনেভো, আসুসে এ সুবিধা যুক্ত করে দেয়া হয়েছে। আর যদি আপনার নতুন ল্যাপটপ কেনার সামর্থ্য না থাকে, তাহলে আপনি অতিরিক্ত একটি ওয়েবক্যাম কিনে নিতে পারেন, যার মাধ্যমে আপনি এ সুবিধা পেতে পারেন। আর আপনার ল্যাপটপের যদি ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকে, তাহলে আপনি আঙুলের ছাপের মাধ্যমেও লক-আনলক করতে পারবেন। কোনো কারণে যদি আপনার মুখ বা আঙুলের ছাপের মাধ্যমে লক খুলতে সমস্যা হয়, তাহলে পাসওয়ার্ড দিয়ে লক খুলে নিতে পারবেন।

বেদে তাঁবুতে প্রযুক্তির ছোঁয়া

মহানগরীর নিসবেতগঞ্জ এলাকার ঘাঘট ব্রিজের নিচে ২০টি বেদে পরিবারের ১০০ মানুষ তাঁবু টানিয়ে বসবাস করছে। এসব তাঁবুতে জ্বলছে বিজলী বাতি। ঘুরছে বৈদ্যুতিক পাখা। ভেসে আসছে টেপ রেকর্ডারের গান ও টেলিভিশনের শব্দ। কারও হাতে আবার মোবাইল ফোনও। আর এসবই হচ্ছে সৌরবিদ্যুতের বদৌলতে।
সেখানে গিয়ে দেখা যায়, ছোট ছোট তাঁবুর সামনে বিশেষ যত্নে রাখা হয়েছে সৌরবিদ্যুতের প্যানেল। একটি তার সংযুক্ত আছে ভেতরে রাখা ব্যাটারির সঙ্গে। প্যানেলের মাধ্যমে ব্যাটারি চার্জ হচ্ছে। এরপর ইচ্ছেমতো ব্যবহার করা হয় এ ব্যাটারি। এটি দিয়ে তারা পাখা ও টেলিভিশন চালান। জ্বালান বিজলী বাতি। চার্জ দেন মোবাইল ফোন। তাদের কয়েকজন জানান, আগে তারা তাঁবুতে কুপি বাতি ও হারিকেন ব্যবহার করতেন। এতে তেমন আলো হতো না। ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারত না। এছাড়া মাসে অনেক টাকার কেরোসিন তেল লাগত। ভয় ছিল অগ্নিকান্ডের। আগে প্রকৃতির বাতাসের ওপর নির্ভরশীল ছিলেন তারা। এখন ইচ্ছামতো বৈদ্যুতিক পাখা ব্যবহার করছেন। মোবাইল ফোন চার্জ দেয়ার জন্য তারা বিভিন্ন দোকানে যেতেন। অনেক সময় শুনতে হতো কটু কথা। কিন্তু এখন দিন বদলে গেছে। ঘরেই চার্জ দিচ্ছেন মোবাইল ফোন। টেলিভিশনে পাচ্ছেন বিনোদন। জানতে পারছেন দেশ-বিদেশের সব খবর। সব মিলিয়ে সৌরবিদ্যুৎ তাদের জীবনমান অনেক উন্নত করেছে এ কথা বলা যায় নিশ্চিন্তে।

হঠাৎ অসুস্থ সোনিয়া গান্ধী, হাসপাতালে ভর্তি


ভারতের বিরোধী দল কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী হিমাচল প্রদেশের শিমলায় অবকাশযাপনের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (২৭ অক্টোবর) দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয় ৭০ বছর বয়সী সোনিয়াকে।

Friday, October 27, 2017

যেভাবে দূর করবেন খাবারের ফরমালিন

‡`n
বর্তমানে ফরমালিন ছাড়া খাবারজাতীয় কোনো কিছু পাওয়া অসম্ভব। ফলে ফরমালিনযুক্ত খাবার খেয়ে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।…তবে একেবারে সহজ কিছু উপায় অবলম্বন করে খাদ্য থেকে ফরমালিন দূর করা যায়।
অনেকেরই ধারণা, ১৫ থেকে ২০ মিনিট বিশুদ্ধ পানিতে ডুবিয়ে রাখলে খাদ্যদ্রব্য থেকে ফরমালিন দূর হয় বা কমে যায়। অাসলে কমলেও তা অতটা কার্যকর নয়। তার চেয়ে বরং কাঁচা অবস্থায় খাবার থেকে ফরমালিন অপসারণ করতে চাইলে পানির কল ছেড়ে তার নিচে ১০ থেকে ১৫ মিনিট রাখতে হবে। কারণ কাঁচাসবজি ও ফলের ত্বকে অসংখ্য ছোট ছোট ছিদ্র রয়েছে। অার পানিতে ডুবিয়ে রাখলে ফরমালিন আরো ভালোভাবে খাবারে মিশে যেতে পারে। তাই পানির কল ছেড়ে তার নিচে নির্দিষ্ট খাবার দ্রব্য বা ফলটি রেখে দিন।
ভিনেগার বা লেবুর রসে ১৫ থেকে ২০ মিনিট ভিজিয়ে রেখেও ফরমালিন দূর করা যায়। আগুনের তাপে ফরমালিন অনেকটাই নষ্ট হয়ে যায়।
তাই রান্নার আগে ফরমালিন কমানোর পদ্ধতি ব্যবহার করে রান্না করলে খাবার পুরোপুরি ফরমালিন মুক্ত করা সম্ভব।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন
 

থেকে বিভিন্ন জায়গা থেকে কোনো গাড়ি ফেনী শহরে ঢুকতে পারছে না। ক্ষমতাসীনদের বাধায় দলীয় চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাতে নোয়াখালী ও ফেনীর বিভিন্ন উপজেলা থেকে বিএনপি নেতাকর্মীরাও শহরে 
আসতে পারছে না। ফেনী জেলা ছাত্রদলের সভাপতি নাইমুল্লাহ চৌধুরী অভিযোগ করে শীর্ষ নিউজকে বলেন, সরকারদলীয় নেতাকর্মীরা সব উপজেলার সঙ্গে ফেনীর যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। আমাদের নেতাকর্মীদেরকে তারা শহরে ঢুকতে দিচ্ছে না।

Myanmar: Who are the Rohingya?


ছবিসহ পরিচয়পত্র পেল ৩ লাখ ১৪ হাজার রোহিঙ্গা

নিজ দেশ মিয়ানমারে সেনাবাহিনীর পাশবিকতার মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের বায়োমেট্রিক নিবন্ধন তিন লাখ ছাড়িয়েছে। গতকাল শুক্রবার পর্যন্ত গত দেড় মাসে তিন লাখ ১৪ হাজার রোহিঙ্গা নিবন্ধনের আওতায় এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 
                                           click here to know more
পাসপোর্ট এন্ড ইমিগ্রেশনের উপ-পরিচালক আবু নোমান মোহাম্মদ জাগির জানান, এখন প্রতিদিন গড়ে ১১ হাজারের বেশি রোহিঙ্গা নিবন্ধিত হচ্ছেন। তাদের অনেকটা ওয়ানস্টপ সার্ভিস দেওয়া হচ্ছে।

How to earn money at Freelancer. com

HOW TO EARN MONEY AT FREELANCER.COM Freelancer.com is a marketplace of ideas, skills, and talents where anyone can work on what t...